১২ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১০:১০ এএম যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের গ্রামীণ অঞ্চল বক্সনর্টে একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে পুরো ভবন ধ্বংস হয়ে গেছে এবং স্থানীয় নাগরিকরা গভীরভাবে শোকাহত হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত কমপক্ষে ১৮ জন নিখোঁজ, যাদের জীবিত থাকার আশা কম। এই ঘটনা স্থানীয় ও জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটে শুক্রবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে, ন্যাশভিল থেকে প্রায় ৬০ মাইল (১০০ কিমি) পশ্চিমে অবস্থিত অ্যাকুরেট এনার্জেটিক সিয়াস্টেম ( Accurate Energetic Systems) কারখানায়। এই কারখানা সামরিক, মহাকাশ এবং বাণিজ্যিক বাজারের জন্য বিস্ফোরক তৈরি ও সংরক্ষণে পরিচিত। প্রাথমিকভাবে ১৯ জন নিখোঁজের আশঙ্কা করা হয়েছিল, তবে পরে একজনকে নিরাপদে পাওয়া গেছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও অজানা। হামফ্রেস কাউন্টি শেরিফ ক্রিস ডেভিস...