আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্তে টানা সংঘর্ষ চলছে। শনিবার সীমান্তবর্তী এলাকাগুলোতে আফগান বাহিনীর গোলাবর্ষণের পর তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এ প্রসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেছেন, ‘আফগানিস্তানকে ইটের বদলে পাথর দিয়ে জবাব দেওয়া হচ্ছে।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘বেসামরিক জনগণের ওপর আফগান বাহিনীর হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। পাকিস্তানের সাহসী বাহিনী যে জবাব দিয়েছে, তা একটি বার্তা বহন করে। এতে উসকানির কোনো জায়গা নেই।’ তিনি আরও বলেন, ‘আমাদের সেনাবাহিনী সজাগ ও তৎপর। জনগণ সেনাবাহিনীর পাশেই রয়েছে। পাক বাহিনীর দাবি, আফগানিস্তানের কয়েকটি সীমান্ত চৌকিতে পাল্টা হামলা চালিয়ে...