লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম মাসাইলেহে ইসরায়েলের বিমান হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। হামলার ফলে বেইরুটকে দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে যুক্ত করা একটি গুরুত্বপূর্ণ রুট অচল হয়ে গেছে। এই ঘটনা ইসরায়েল-হিজবুল্লাহ নভেম্বর ২০২৪ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি লঙ্ঘনের সাম্প্রতিকতম উদাহরণ। হামলা শনিবার ভোরের দিকে সংঘটিত হয়। ইসরায়েলি বিমানগুলো একটি যন্ত্রপাতি বিক্রির স্থানে আঘাত হানে এবং সেখানে থাকা বহু যানবাহন ধ্বংস করে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় একজন সিরীয় নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন, যারা একটি চলন্ত সবজি ট্রাকে ছিলেন। স্থানীয় সংবাদ অনুসারে, ইসরায়েলি ড্রোনগুলি বেইরুট এবং দক্ষিণের আঞ্চলিক শহরগুলোর ওপরও উড়ছিল। লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন হামলাকে “নাগরিক অবকাঠামোর ওপর স্পষ্ট আক্রমণ” হিসেবে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “একবার আরও, দক্ষিণ লেবানন ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের লক্ষ্য হয়ে পড়েছে, যা কোনো যুক্তি বা অজুহাত...