লিওনেল মেসিকে শনিবার দেখা গিয়েছিল হার্ড রক স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসে পুরো পরিবার নিয়ে আর্জেন্টিনার খেলা দেখছেন। একদিনের ব্যবধানে আজ রোববার (১২ অক্টোবর) ইন্টার মায়ামির জার্সিতে তাকে মাঠে দেখা গেলো । মাঠে নেমেই জোড়া গোল করে দলকে বড় জয় এন দেন দিলেন এই আর্জেন্টিাইন তারকা। মেজর লিগ সকারে (এমএলএস) আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। মায়ামির চেজ স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখায় মেসি-সুয়ারেজরা। ৬০ শতাংশ বল দখলে রেখে ২০টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে ইন্টার মায়ামি। বিপরীতে আটলান্টা ১০ টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি। ম্যাচের প্রথম গোলটি এসেছে মেসির পা থেকে। ৩৯ মিনিটে বালতাসার রদ্রিগেজের কাছ থেকে পাস পেয়ে বক্সের ভেতরে ঢুকে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করেন মেসি। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মায়ামি। এরপর...