আফগানিস্তানের উত্তরে সীমান্তের একাধিক পার্বত্য এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালানোর কথা জানিয়েছে তালেবান সরকার। তাদের ভাষ্য, পাকিস্তান আকাশসীমা লঙ্ঘন করে বৃহস্পতিবার আফগান সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা ফেলেছিল, এরপর প্রতিশোধ নিতে সীমান্তে অভিযান চালানো হয়। শনিবার গভীর রাতের এ অভিযানে হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি অভিযোগ করেছেন, তালেবান ‘বিনা উসকানিতে’ এ হামলা চালায়। তারা বেসামরিকদের লক্ষ্য করেও গুলি চালায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান প্রতিটি ইটের জবাব দেবে এক একটি পাথর ছুড়ে। ইসলামাবাদের অভিযোগ, কাবুলের মাটি ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালিয়ে আসছে। যদিও এ অভিযোগ অস্বীকার করছে তালেবান। প্রতিবেশী দুই দেশের মধ্যে এমন এক সময়ে এ উত্তেজনা দেখা দিয়েছে, যখন আফগান তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে রয়েছেন। বিবিসির তথ্য অনুযায়ী, কুনার-কুররম অঞ্চলে...