গাজা যুদ্ধ চলাকালীন ইসরায়েলি গোয়েন্দা ব্যবস্থার প্রায় ৪০ শতাংশ সাইবার সিস্টেম অচল হয়ে পড়েছিল— এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এক বিশ্লেষণমূলক প্রতিবেদনে। প্রতিরোধপন্থী (রেজিস্ট্যান্স) হ্যাকার গোষ্ঠীগুলো ইসরায়েলের সামরিক নেটওয়ার্ক, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সরকারি গণমাধ্যমে হাজারো সাইবার হামলা চালিয়ে এই বিপর্যয় ঘটায়। সাইবার ইনফরমেশন ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুসারে, গত দুই বছরে ইসরায়েলের গোয়েন্দা ব্যবস্থার প্রায় ৪০% সময়ে বড় ধরনের বিঘ্ন ঘটে বা পুরোপুরি অচল হয়ে পড়ে। এ সময় জ্বালানি ও টেলিকম খাতে পরিচালিত হয় বৃহৎ ফিশিং ও ডিডস (DDoS) হামলা। প্রতিবেদনটিতে ২০২৩ সালের ৭ অক্টোবরের “আল-আকসা স্টর্ম” অভিযানের পর থেকে শুরু হওয়া সাইবার যুদ্ধের গতিপ্রকৃতি বিশ্লেষণ করা হয়েছে। দেখা গেছে, প্রতিরোধপন্থী গোষ্ঠীগুলো স্বল্প সময়ে ২,৫০০টিরও বেশি সমন্বিত সাইবার হামলা চালিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সামরিক সিস্টেম এবং সরকারি মিডিয়া প্ল্যাটফর্মে। পশ্চিমা সাইবার কোম্পানি...