পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষের পর আফগান বাহিনীর ১৯টি সীমান্তপোস্ট দখল করেছে পাকিস্তান সেনাবাহিনী। শনিবার রাতভর চলা এই সংঘর্ষের পর পাকিস্তানি বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায় ডুরান মেলা, তুর্কমানজাই, শহিদান, কুনার ও চাগাই অঞ্চলের পোস্টগুলো।পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানায়, দীর্ঘ সময় ধরে গোলাগুলি ও ভারী অস্ত্রের ব্যবহারের পর আফগান সেনারা এসব পোস্ট ত্যাগ করতে বাধ্য হয়। সংঘাতে আফগান বাহিনীর কয়েক ডজন সদস্য নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। নিহতদের মরদেহ ফেলে রেখেই আফগান সেনারা পিছু হটেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।এর আগে বৃহস্পতিবার রাতে পাকিস্তান বিমানবাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। পাকিস্তানের দাবি, নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) নেতাদের আশ্রয় দেওয়ার জবাবেই এই অভিযান। এতে টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ এবং তার ঘনিষ্ঠ সহযোগী ক্বারী সাইফুল্লাহ মেসুদ নিহত...