২০০৮ সালের ১২ অক্টোবর প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর নানা সম্ভাবনা, সফলতা ও সংকটের গল্প নিয়ে ১৬ বছর পেরিয়ে পূর্ণ করছে ১৭ তম বছর। তবে এ ১৭ বছরে যেন অপূর্ণতা, সংকট ও চ্যালেঞ্জের বাস্তবতাই ফুটে উঠেছে বারবার। এখনও পর্যন্ত একাডেমিক কিংবা অবকাঠামো, কোনোদিকেই পূর্ণতা লাভ করতে পারেনি উত্তরের এই বিশ্ববিদ্যালয়টি। প্রতিষ্ঠার পর ভবন প্রস্তুতের আগ পর্যন্ত অস্থায়ীভাবে রংপুর টিচার্স ট্রেইনিং কলেজে কাজ করার কয়েকবছর পর প্রশাসনিকভবন ও ৪টি একাডেমিক ভবন নিয়ে যাত্রা শুরু করে নিজ ক্যাম্পাসে। পরে একটি লাইব্রেরি, ২০১৫ সালের দিকে একটি ছাত্রী ও দুটি ছাত্রহল এবং আরো পরে একটি ক্যাফেটেরিয়া ও ৩টি শিক্ষক, কর্মকর্তাদের ভবন চালু করা হয়। কিন্তু এরপর থেকে এই ভবনগুলো ছাড়া নতুন করে তেমন উল্লেখযোগ্য ভবনও তৈরি হয়নি এত বছরেও। বিশ্ববিদ্যালয়ের ১৭ বছরে যেন শত...