ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বিশ্বকাপ। প্রতি চার বছর পর এই টুর্নামেন্টে নির্ধারিত হয় বিশ্বের সেরা দল। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে হতে যাচ্ছে এবারের আসর। যদিও এখনই ফেভারিট নির্ধারণের সময় আসেনি, তবুও নিজের মতামত জানিয়েছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল।বৃহস্পতিবার এক প্রীতি ম্যাচে ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। টুখেলের দল বিশ্বকাপ বাছাইপর্বেও দারুণ ছন্দে আছে—এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা। তবুও আত্মতুষ্ট নন ইংলিশ কোচ। তার মতে, আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ড ‘আন্ডারডগ’, ফেভারিট হবে ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেন।টুখেল বলেন, “বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট হিসেবে আমার দৃষ্টিতে থাকবে ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেন। আমাদের (ইংল্যান্ড) জন্য এটি চ্যালেঞ্জিং হবে। প্রথমে বিশ্বকাপে জায়গা করে নেওয়াই এখন লক্ষ্য।”বাছাইপর্বে ‘কে’ গ্রুপে শীর্ষে আছে ইংল্যান্ড। সমান পাঁচ...