উরুগুয়ের ফুটবল ইতিহাসে আরেকটি সোনালী দিন উপহার দিলেন লুইস সুয়ারেজ। এই তারকা ফরোয়ার্ড পেশাদার ফুটবলে ৬০০ গোলের ক্লাবে নাম লিখিয়েছেন। রবিবার ভোরে যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলে মেজর লিগ সকার (এমএলএস)-এর ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির ৪–০ গোলের জয়ে গোল করেন এই উরুগুইয়ান কিংবদন্তি। সেটিই ছিল তার ক্যারিয়ারের ৬০০তম অফিসিয়াল গোল। ‘পিস্তলেরো’ খ্যাত লুইস সুয়ারেজই উরুগুয়ের প্রথম ফুটবলার, যিনি পেশাদার ফুটবলে ৬০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন। ৩৮ বছর বয়সী এই তারকার মাঝে এখনো থামার কোনো লক্ষণ নেই। ইন্টার মায়ামির হয়ে মেসির পাশে খেলতে গিয়ে তিনি যেন আরও একবার নবজীবন পেয়েছেন। গোলটি করার পর বিশেষ উদযাপনে দেখা যায় সুয়ারেজকে—উঠানো দুই হাত, মুখে চিরচেনা হাসি—যেন নতুন করে প্রমাণ করলেন, বয়স কেবলই সংখ্যা। ক্লাব ও জাতীয় দলের হয়ে লুইস সুয়ারেজের গোলসংখ্যা (অফিসিয়াল ম্যাচ) লুইস সুয়ারেজের...