জাতীয় নির্বাচন ও টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় আগামী ডিসেম্বর-জানুয়ারিতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেক্ষেত্রে এক মাসের উইন্ডো পাচ্ছে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। হাতে বেশি সময় না থাকায় ৫ দল নিয়েই ঘরোয়া ক্রিকেটর সবচেয়ে জমজমাট টুর্নামেন্টটি আয়োজন করতে চায় বিসিবি। দল কমলেও পুরোনো প্রতিশ্রুতি অনুযায়ী আসন্ন বিপিএলে একটি ভেন্যু বাড়ছে।আগামী মৌসুম থেকে অন্তত পাঁচটি নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। বিপিএলে যুক্ত হতে পারে নতুন চমক নোয়াখালী। বিসিবি মোট দশটি সম্ভাব্য অঞ্চলের নাম প্রকাশ করেছে, যেগুলোর মধ্যে অন্তত পাঁচটি অঞ্চলের মালিকানা অনুমোদিত হবে। অঞ্চলগুলো হলো—বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, যোগ্য আবেদনকারীদের মধ্যে ন্যূনতম পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে বাছাই করা হবে।বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান...