নতুন অধিনায়ক আর অনেক পরিবর্তনের ভারতের ওয়ানডে দলে জায়গা পাননি রাভিন্দ্রা জাদেজা। তবে সেই সিদ্ধান্ত বড় চমক হয়ে আসেনি তার জন্য। নির্বাচকরা তাকে আগেই ব্যাখ্যা করেছিলেন সবকিছু। তবে বাদ পড়লেও ওয়ানডেকে বিদায় বলছেন না অভিজ্ঞ অলরাউন্ডার। বরং ২০২৭ বিশ্বকাপে খেলে শিরোপা জয়ের স্বপ্ন মনে পুষে রেখেছেন তিনি। শুবমান গিলের নেতৃত্বে ভারতের ওয়ানডে দলের নতুন পথচলা শুরু হচ্ছে সামনের অস্ট্রেলিয়া সফর দিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক রোহিত শার্মা যেমন নেতৃত্ব হারিয়েছেন, তেমনি দলে আছে পাঁচটি পরিবর্তন। একটি পরিবর্তন জাদেজা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ ছিল না তার পারফরম্যান্স। পাঁচ ম্যাচে পাঁচটি উইকেট নিয়েছিলেন তিনি ওভারপ্রতি মাত্র ৪.৩৫ রান দিয়ে। তবে অস্ট্রেলিয়া সফরের দলে থাকার জন্য যথেষ্ট হয়নি তা। তাতে ভেঙে পড়ছেন না জাদেজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি দিল্লি টেস্টের দ্বিতীয় দিন শেষে...