নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, নির্যাতন এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি নজিরবিহীন মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন ২৪ জন সেনা কর্মকর্তা—১৪ জন কর্মরত ও ১০ জন অবসরপ্রাপ্ত। আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং আগামী ২২ অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তারে পদক্ষেপ নিতে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীদের মতে, একসঙ্গে এত বড় সংখ্যক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এটি দেশের বিচার ব্যবস্থার জন্য একটি দৃষ্টান্তমূলক ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর অধীনেই হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন—“এই আইন সংবিধান দ্বারা...