১২ অক্টোবর ২০২৫, ১০:২১ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১০:২১ এএম ফিলিস্তিনি ছিটমহল গাজার যেসব এলাকা ইসরায়েলি সেনারা ছেড়ে গেছে সেখানে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য হামাস তাদের নিরাপত্তা বাহিনীর প্রায় সাত হাজার সদস্যকে ডেকে পাঠিয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি এসব এলাকায় পাঁচজন নতুন গভর্নর নিয়োগ করেছে আর তাদের সবাই সামরিক অভিজ্ঞতা সম্পন্ন বলে বিবিসি জানিয়েছে। আগে তাদের কেউ কেউ বিদেশে হামাসের অভিযানগুলোতে সামরিক শাখার ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্বপালন করেছেন বলে স্থানীয় সূত্রগুলো বিবিসিকে জানিয়েছেন। খবর অনুযায়ী, এই ডেকে পাঠানোর আদেশ ফোন কল ও ক্ষুদে বার্তার মাধ্যমে জারি করা হয়েছে। বার্তায় বলা হয়েছে, “জাতীয় ও ধর্মীয় দায়িত্ব পালনের আহ্বানের সাড়া দিতে, গাজাকে অপরাধী ও ইসরায়েলের সহযোগীদের থেকে মুক্ত করতে আমরা একটি সাধারণ সংহতি ঘোষণা করেছি। আপনি আপনার দাপ্তরিক কোড ব্যবহার করে অবশ্যই...