ফিফার আন্তর্জাতিক বিরতিতে দলের সাথেই ছিলেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে যদিও মাঠে দেখা যায়নি তাকে। পরেরদিন মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে ঠিকই মাঠে নামলেন মহাতারকা, করেছেন জোড়া গোল, দলও জিতেছে বড় ব্যবধানে। চেজ স্টেডিয়ামে গোলের শুরু করেন মেসি। ৩৯ মিনিটে প্রথম গোলের পর ৮৭ মিনিটে পান দ্বিতীয় গোলটি। মাঝে ৫২ মিনিটে জর্ডি আলবা এবং ৬১ মিনিটে লুইস সুয়ারেজ করেন একটি করে গোল। আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি। জয়ের পর কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেছেন, ‘ব্যাপারটি সোজাসাপ্টা ছিল। আমি স্কালোনির সাথে কথা বলেছিলাম এবং সে জানিয়েছিল মেসিকে ছেড়ে দেবে। সে মেসিকে নামাবে না আপাতত। আমি মেসির সাথে কথা বলেছিলাম এবং সে গত ম্যাচে আর্জেন্টিনার হয়ে নামতে চায়নি।’ ‘যেহেতু আমরা দেখলাম সে ভেনেজুয়েলার...