যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। গত শুক্রবার সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উপত্যকার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার করা হয়। ইসরায়েলি বাহিনী বলছে, তারা এমন স্থানে সরে গেছে, যেটি নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। যদিও উপত্যকার অর্ধেক অংশ এখনো তাদের নিয়ন্ত্রণে। শুক্রবার থেকে ইসরায়েল-গাজা সীমান্তের ‘ইয়েলো লাইন’ ক্রসিং দিয়ে সেনা ফিরিয়ে আনা শুরু হয়েছে। শনিবার পর্যন্ত গাজা সিটি এলাকার শেজাইয়া, আল তুফাহ ও জেইতুন অঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের পূর্ব ও দক্ষিণাংশ থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, পর্যায়ক্রমে গাজার অন্যান্য এলাকা থেকেও সেনা প্রত্যাহার করা হবে। চুক্তি অনুযায়ী, হামাসকে সোমবার স্থানীয় সময় ১২টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে হবে। এর মধ্যে ২০ জন জীবিত...