পাকিস্তান সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও, দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন যে, সীমান্তের পাঁচটি স্থানে সংঘর্ষ হয়েছে এবং তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে। আফগানিস্তানের তালেবান যোদ্ধারা পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকিতে আক্রমণ চালানোর পর দুই দেশের মাঝে তীব্র গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়েছে। রয়টার্স জানিয়েছে, শনিবার (১১ অক্টোবর) এই সংঘর্ষের খবর আসে দুই দেশের নিরাপত্তা বাহিনীর সূত্র থেকে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, তালেবান যোদ্ধারা পাকিস্তানের অন্তত দুটি চৌকি দখল করার দাবি করেছে। পাকিস্তান সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও, দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন যে, সীমান্তের পাঁচটি স্থানে সংঘর্ষ হয়েছে এবং তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে। এর আগে বৃহস্পতিবার, কাবুল ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের পক্ষ থেকে বিমান হামলা চালানোর অভিযোগ তোলে তালেবান সরকার। তারা জানিয়েছে, এই হামলার প্রতিশোধ নেওয়া হবে।...