নিজস্ব প্রতিবেদক : মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোতে চলমান জেনারেশন জেড (জেন-জি) নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলনে সেনাবাহিনীর একাংশ একাত্মতা প্রকাশ করেছে। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে সেনাসদস্যরা ঘোষণা দিয়েছেন, তারা জনগণের ওপর গুলি চালানোর কোনো নির্দেশ মানবেন না। দেশটির উপকণ্ঠে সোয়ানিরানা ঘাঁটিতে শনিবার (১১ অক্টোবর) এক বৈঠকে সেনাবাহিনীর সদস্যরা স্পষ্টভাবে বলেন,“আমরা বন্ধুবান্ধব ও আত্মীয়দের গুলি করে বেতন নেব না। যাঁরা সহযোদ্ধাদের গুলি করতে বলেন, অস্ত্র তাক করুন তাদের দিকেই।” এক ভিডিও বার্তায় সৈন্যরা বিমানবন্দরের দায়িত্বে থাকা সহকর্মীদের সব ধরনের বিমানের উড্ডয়ন বন্ধ রাখতে বলেন এবং অন্যান্য সামরিক ঘাঁটির সদস্যদের উদ্দেশে বলেন—“ঊর্ধ্বতনদের আদেশ অমান্য করুন, দরজা বন্ধ রাখুন এবং আমাদের নির্দেশনার অপেক্ষা করুন।” বিক্ষোভকারীরা রাজধানীর আনোসি হ্রদের কাছে সেনাবাহিনীকে স্বাগত জানান করতালির মাধ্যমে। সৈন্যদের অনেকেই জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলনকারীদের প্রতি সংহতি জানান। ২৫ সেপ্টেম্বর...