নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের সঙ্গে সারা দেশের দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। রবিবার সকাল থেকে ময়মনসিংহ টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এ সিদ্ধান্তের পেছনে রয়েছে জুলাইযোদ্ধা আবু রায়হানকে পরিবহন শ্রমিকের দ্বারা লাঞ্ছিত করার ঘটনা। পুলিশ জানায়, গত শুক্রবার (১১ অক্টোবর) রাতে ময়মনসিংহের হালুয়াঘাটে জুলাইযোদ্ধা আবু রায়হান একটি বাসে ওঠার সময় ইউনাইটেড পরিবহনের শ্রমিক অরুণ ঝন্টুর সঙ্গে তার শরীর ধাক্কা লাগে। রায়হান নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে দুঃখপ্রকাশ করলেও, শ্রমিক অরুণ ঝন্টু তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে ও বাস থেকে নামিয়ে দেন। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা শুক্রবার রাত ৯টা থেকে ময়মনসিংহ শহরের ঢাকা বাসস্ট্যান্ডের ইউনাইটেড...