আর্জেন্টিনার হয়ে গতকাল খেলেননি লিওনেল মেসি। সেটা বিস্ময়ের জন্ম দিয়েছিল বেশ। তখনই বুঝা যাচ্ছিল, মেসি ইন্টার মিয়ামির হয়ে খেলতেই আর্জেন্টিনাকে ‘না’ বলেছেন। তবে যে কারণে তিনি এটা করলেন, সে উদ্দেশ্য শতভাগ সফল। জোড়া গোল ও এক অ্যাসিস্ট করলেন। দারুণ জয় পেয়েছে ইন্টার মিয়ামি। শনিবার রাতে ফোর্ট লডারডেলে আটলান্টা ইউনাইটেডকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। মেসি আগের রাতে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেননি। একদিন পরই ক্লাবের জার্সিতে মাঠে নেমে গোলের ঝড় তুললেন তিনি। এই জয়ের ফলে অন্তত তিনে থেকে লিগ পর্ব শেষের নিশ্চয়তা পেয়ে গেছে ইন্টার মিয়ামি। এখনো তাদের সামনে সুযোগ আছে দ্বিতীয় স্থানে ওঠার, তবে সেজন্য তাদেরকে এফসি সিনসিনাটির চেয়ে বেশি পয়েন্ট পেতে হবে। দুই দল সমান পয়েন্টে শেষ করলে মুখোমুখি ফলাফলের ভিত্তিতে সিনসিনাটি এগিয়ে থাকবে। আটলান্টা ইউনাইটেড...