ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার আর্লিং হলান্ডের বিধ্বংসী হ্যাটট্রিক এবং রেকর্ড গড়ার দিনে ইসরায়েলকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে গুরুত্বপূর্ণ ধাপ পার করল নরওয়ে। অনিচ্ছা সত্ত্বেও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে খেলতে নামে নরওয়ে। এই ম্যাচের টিকিট থেকে প্রাপ্ত আয় ফিলিস্তিনের মানবিক খাতে অনুদানের ঘোষণা পূর্বেই দিয়েছে হলান্ডের নরওয়ে।ম্যাচের প্রথম গোলটি ইসরায়েল থেকে উপহার হিসেবেই পায় নরওয়ে। আলেকজান্ডার সোরলথের ক্রস থেকে ইসরায়েলি মিডফিল্ডার আনান খালাইলি নিজের জালেই বল জড়িয়ে দিলে এগিয়ে যায় নরওয়ে। ডান পায়ের নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচের ২৭তম মিনিটে নিজের প্রথম গোল করেন হলান্ড। এরপর আরও এক আত্মঘাতী গোল করে বসে ইসরায়েল।ম্যাচে ২৮ মিনিটে ইসরায়েল গোলরক্ষক পেরেতজের ক্লিয়ারেন্স সরাসরি ডিফেন্ডার ইদান নাখমিয়াসের গায়ে লেগে জালে ঢুকে যায়। তাতে ৩-০ গোলের লিড পেয়ে যান হলান্ডরা। ৫৮তম মিনিটে...