আহমদ রফিক:অনুপ্রেরণা নিশ্চয়ই ছিল। তবে আমার কোনো গুরু ছিল না। দেশের মানুষই আমার গুরু। তাঁরা সময়ে সময়ে আমাকে নানাভাবে অনুপ্রাণিত করেছেন। দেশের ও সমাজের বিভিন্ন পরিস্থিতিতে আমি বিভিন্ন অভিজ্ঞতা লাভ করেছি। ভিন্নমাত্রিক পরিবেশে মানুষের মনের ক্রিয়া ও প্রতিক্রিয়া থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি। এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক শহর থেকে অন্য শহরে যখন যেতাম, তখন মানুষের জীবনভাষ্যে ভিন্নতা লক্ষ করতাম। এই ভিন্নতার মধ্যেই আমি নিজস্ব চিন্তার উপাদান ও ঐক্য খুঁজে নিয়েছিলাম। এভাবে সময়ের পরিক্রমায় ক্রমে আমার মনন গঠিত হয়েছিল। জীবনের এই পর্যায়ে এসে আপনি কি মনে করেন, ভাষা আন্দোলনের চেতনা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে? আহমদ রফিক:একুশের চেতনা সমাজে পুরোপুরি প্রতিফলিত হয়নি। আমরা এর ইতিবাচক ফল পেয়েছি, কিন্তু সীমিতভাবে। এটা অবশ্যই আমাদের ভাবায় যে কেন সর্বস্তরে বাংলা ভাষা বায়ান্নর ৭০ বছর...