মিইয়ে আসা সম্ভাবনায় প্রাণের সঞ্চার করতে পারল ইতালি। সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখন আর নেই বললেই চলে। তবে বড় জয়ে অন্তত বাছাইয়ের প্লে-অফে খেলার আশা উজ্জ্বল করতে পারল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এস্তোনিয়াকে ৩-১ গোলে হারায় ইতালি। ম্যাচের চতুর্থ মিনিটে গোল করে ইতালিকে এগিয়ে নেন মোইজ কিন। ৩৮তম মিনিটে ব্যবধান বাড়ান মাতেও রেতেগি। ৭৪তম মিনিটে ফ্রানেচেস্কো পিও এস্পোজিতো গোল করে দলের জয় অনেকটাই নিশ্চিত করে দেন। দুই মিনিট পর একটি গোল শোধ করলেও ম্যাচে আর ফিরতে পারেনি স্বাগতিক এস্তোনিয়া। এ দিনই আরেক ম্যাচে ইসরাইলকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপে জায়গা করে নেওয়া একরকম নিশ্চিত করে ফেলেছে নরওয়ে। ছয় ম্যাচের সবকটি জিতে তাদের পয়েন্ট ১৮। বিশ্ব ফুটবলের ঐতিহাসিক পরাশক্তি ইতালি গত দুটি বিশ্বকাপে ব্যর্থ হয়েছে বাছাই উতরাতে।...