পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে নতুন করে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। আফগানিস্তানের তালেবান বাহিনী পাকিস্তানের কয়েকটি সামরিক চৌকিতে হামলা চালানোর পর উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (১২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি সপ্তাহে কাবুলে পাকিস্তানের বিমান হামলার অভিযোগের পর দুই দেশের সেনাদের মধ্যে এ সংঘাতের খবর এসেছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, আফগানিস্তান থেকে বিনা উসকানিতে গুলিবর্ষণের জবাবে তারা ‘পূর্ণ শক্তিতে’ প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাদের দাবি, সীমান্তের ছয়টিরও বেশি স্থানে গোলাগুলি চলছে। অন্যদিকে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, তালেবান বাহিনী তিনটি পাকিস্তানি সীমান্ত চৌকি দখল করেছে। তবে পাকিস্তানি সেনারা পাল্টা হামলায় বেশ কয়েকটি আফগান চৌকি ধ্বংস করেছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, আফগানিস্তানের দিকে গোলা ও গুলি ছোড়া...