গাজায় যুদ্ধবিরতির বিষয়ে বৈশ্বিক মনোযোগ নিবদ্ধ হওয়ার কারণে অংশত ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক সপ্তাহগুলোয় মন্থর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে কিয়েভ। গত বুধবার ইসরায়েল ও হামাসের মধ্যে প্রথম ধাপের যুদ্ধবিরতি ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত আগস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। তবে সে সময় ইউক্রেনে যুদ্ধবিরতি–সংক্রান্ত আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। ফেসবুকে এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘আমার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ হয়েছে। এটা খুবই ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা ছিল।’ মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ‘অসাধারণ’ পরিকল্পনার জন্য তিনি ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। জেলেনস্কি আরও বলেন, ‘একটি অঞ্চলের যুদ্ধ যদি থামানো যায়, তবে নিশ্চিতভাবে অন্যান্য যুদ্ধও থামানো সম্ভব। রাশিয়ার যুদ্ধও এর বাইরে নয়।’ এ সময় সমঝোতায় বসার জন্য রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে ট্রাম্পের প্রতি আহ্বান...