শনিবার (১১ অক্টোবর) গভীর রাত পর্যন্ত পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আফগান বাহিনীর হামলার জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায় বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, কাবুলে হামলার প্রতিক্রিয়ায় আফগান বাহিনী সীমান্তে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে একাধিক স্থানে গুলিবর্ষণ শুরু করে। এরপর পাকিস্তান সেনারা দ্রুত পাল্টা আক্রমণ চালিয়ে আফগানিস্তানের কয়েকটি পোস্ট ধ্বংস করে এবং ‘সেনা ও সন্ত্রাসীদের ব্যাপক ক্ষতি’ সাধন করে। পাকিস্তানি সূত্রের বরাতে জানা গেছে, আঙ্গুর আড্ডা, বাজাউর ও কুররামসহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে আফগান বাহিনী ‘বিনা উসকানিতে’ হামলা চালায়। একই সঙ্গে দির, চিত্রাল, বারামচা এবং আরও কয়েকটি স্থানে গুলিবিনিময়ের খবর পাওয়া গেছে। দুরান মেলা ও তুর্কমানজাই ক্যাম্পসহ আফগান বাহিনীর একাধিক পোস্ট ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম।...