অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে দারুণ সময় পার করছে আর্জেন্টিনা। দেড় যুগ পর সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি। রোববার (১২ অক্টোবর) ভোরে মেক্সিকোকে ২-০ গোলে হারায় আলবিসেলেস্তেরা। জয়সূচক গোল দুটি করেছেন মায়ের কারিজো ও মাতেও সিলভেত্তি। চিলির জুলিও মার্তিনেজ স্টেডিয়ামে এদিন বল দখলে পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল মেক্সিকোর। তবে আক্রমণে খুব বেশি সুবিধা করতে পারেনি তারা। ১২টি শট নিয়ে মাত্র ২টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল। অন্যদিকে মাত্র ৩৩ শতাংশ সময় বল দখলে রেখেও ৯টি শট নিয়ে ৬টিই লক্ষ্য রাখে আর্জেন্টিনা।মেক্সিকোর বিপক্ষে প্রথম গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি মেসির উত্তরসূরিদের। ম্যাচের অষ্টম মিনিটে প্রেস্টিয়ান্নির নিখুঁত পাসে বল পেয়ে দুর্দান্তভাবে এগিয়ে যান আকুনিয়া। তার শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও, ফিরতি বলে মায়ের কারিজো বল জালে পাঠাতে ভুল করেননি। আর তাতেই ম্যাচের প্রথম লিড পেয়ে যায়...