১২ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ এএম ভারতে আবারও গণধর্ষণের শিকার হয়েছেন এক বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে তিনি ওই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। তিনি ওই বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ২৩ বছর বয়সী ওই শিক্ষার্থীর বাবা বলেছেন, তার মেয়ের সঙ্গে থাকা বন্ধু পালিয়ে গেছে এবং সেও এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন তারা। খবর এনডিটিভির। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গাপুরের শিবপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজের ওই শিক্ষার্থীর বাড়ি ওড়িশ্যা প্রদেশের জলেশ্বর এলাকায়। গত শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে তিনি এক বন্ধুর সঙ্গে বাইরে ঘুরতে বেরিয়েছিলেন। কলেজের গেটের কাছে কয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করেন। পরে ওই তরুণীকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে...