১২ অক্টোবর ২০২৫, ০৯:৩১ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ এএম যুদ্ধবিরতির মাত্র কিছুদিন পরই দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক সিরীয় নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। তাদের মধ্যে দুইজন নারীও রয়েছেন। ধ্বংস হয়েছে শত শত যানবাহন ও যন্ত্রপাতি। শনিবার (১১ অক্টোবর) লেবাননের দক্ষিণাঞ্চলের আল-মাসাইলেহ সড়কের পাশে এই হামলা চালানো হয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে খবরটি নিশ্চিত করেছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় নিহত ব্যক্তি সিরিয়ার নাগরিক। আহতদের মধ্যেও একজন সিরীয় রয়েছেন। আহত বাকিরা লেবাননের নাগরিক, যাদের মধ্যে দুইজন নারী। হামলায় টার্গেট করা হয়েছিল ছয়টি স্থানে থাকা ভারী যন্ত্রপাতি ও যানবাহন। এসব স্থানে বুলডোজার, খননযন্ত্রসহ অন্তত ৩০০টির বেশি গাড়ি ধ্বংস হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। এতে কয়েক...