১২ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৯:৪১ এএম যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় আন্তর্জাতিক সাংবাদিকদের তাৎক্ষণিক এবং স্বাধীন প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। এটি হলো আন্তর্জাতিক সাংবাদিকদের একটি সংগঠন, যা বিভিন্ন দেশের সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে এবং তাদের পেশাগত স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার এক বিবৃতিতে ফরেন প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে সংগঠনটি আরও যোগ করেছে, ‘যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে আমরা আবারও জরুরি আহ্বান জানাচ্ছি, ইসরায়েল যেন সীমান্ত তৎক্ষণাৎ খোলে এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে গাজায় স্বাধীন ও নিরপেক্ষভাবে প্রবেশের সুযোগ দেয়।’ ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষ বিদেশি সাংবাদিকদের ধ্বংসস্তূপে পরিণত এলাকায় প্রবেশে বাধা দিয়েছে এবং শুধু সামরিক বাহিনীর সঙ্গে অল্প কিছু সাংবাদিককে সেখানে...