২০২৩ সালের মাঝামাঝি সময়ে লিগস কাপে অংশ নিয়ে উত্তর আমেরিকার ফুটবলে এক বিপ্লব ঘটান লিওনেল মেসি। সেই আসরেই ইন্টার মায়ামি জেতে তাদের ক্লাব ইতিহাসের প্রথম শিরোপা, আর ৭ ম্যাচে ১০ গোল করে সেই কীর্তির নায়ক ছিলেন মেসি স্বয়ং। মার্কিন ক্লাবটির হয়ে তিনি গোলের পর গোল করে যাচ্ছেন। ইউএস ওপেন কাপ হলো একমাত্র প্রতিযোগিতা, যেখানে এক ম্যাচ খেলে তিনি কোনো গোল পাননি। বাংলাদেশ সময় রবিবার ভোরে ফোর্ট লডারডেলে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে...