বল পায়ে আবারও জ্বলে উঠলেন লিওনেল মেসি। দুই গোল ও এক অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে ৪-০ ব্যবধানে দারুণ এক জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। শনিবার রাতে ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দলটি। মেসি আগের রাতে মায়ামিতেই অনুষ্ঠিত আর্জেন্টিনার ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বিশ্রামে ছিলেন। তবে ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরেই তিনি দেখালেন কেন তিনি এখনো বিশ্বের সেরা। এই জয়ের ফলে ১৮ জয়, ৭ ড্র ও ৮ পরাজয়ে ইন্টার মায়ামির পয়েন্ট এখন ৬২। এতে করে এমএলএস পূর্বাঞ্চলীয় কনফারেন্সে অন্তত তৃতীয় স্থান নিশ্চিত করেছে দলটি। তবে দ্বিতীয় স্থানের লড়াই এখনো বাকি। ম্যাচের ৩৯ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। বালতাসার রদ্রিগেজের ক্রস থেকে চমৎকার নিয়ন্ত্রণে নিয়ে দূরের পোস্টে বাঁ পায়ের শটে জালের দেখা পান বিশ্বকাপজয়ী তারকা। ৫২তম...