সিরিজের দ্বিতীয় ম্যাচ জয়ের জন্য শনিবার বাংলাদেশের লক্ষ্যটা নাগালের মধ্যেই ছিল। তবে ব্যাটারদের আত্মহত্যায় ৮১ রান বাকি থাকতেই গুটিয়ে যায় টিম টাইগার্স। সঙ্গে সঙ্গে বড় হারে এক ম্যাচ আগেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হাতছাড়া হয়ে যায়। ম্যাচের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করে নিয়েছেন, বাজে ব্যাটিং করেছি। তবে তিনি সতীর্থদের ব্যাটিংয়ে উন্নতির তাগিদও দিয়েছেন।লক্ষ্যটা ছিল ১৯১ রানের। রান তাড়াটা খুব কঠিন হবে তা মনে হয়নি। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা কঠিন করে ফেললেন ‘সহজ’ রান তাড়াকে। পুরস্কার বিতরণী মঞ্চে শুরুতেই অধিনায়ক মিরাজ স্বীকার করলেন সেটি, ‘এই রান তাড়া করে সহজেই জেতা উচিত ছিল। আমরা খুব বাজে ব্যাটিং করেছি।’শনিবার ব্যাখ্যাতীত সব বাজে শট খেলে আউট হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরাও মাত্র ১০৯ রানে।আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এটিই তাদের সর্বনিম্ন সংগ্রহ। এমন ম্যাচের পর ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়ার...