আগের দিন আর্জেন্টিনার ম্যাচে লিওনেল মেসি ছিলেন গ্যালারিতে। পরদিন ইন্টার মায়ামির জার্সি গায়ে তিনি মাঠের সেনাপতি। জাতীয় দলের প্রীতি ম্যাচ বাদ দিয়ে ক্লাবের ম্যাচটি বেছে নিয়েছিলেন যে কারণে, সেটি ফুটিয়ে তুললেন আরও একটি ম্যাচ জেতানো পারফরম্যান্সে। গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে তিনি জেতালেন বড় ব্যবধানে। মেজর লিগ সকারের ম্যাচটিতে আটলান্টা ইউনাটেডকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ইন্টার মায়ামি। দলের প্রথম ও শেষ গোলটি করেন মেসি। ২৬ গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে নিজেরে অবস্থান আরও পোক্ত করেন মায়ামি অধিনায়ক। মাঝের দুটি গোল করেন মেসি সাবেক দুই বার্সেলোনা সতীর্থ জর্দি আলবা ও লুইস সুয়ারেস। আলবার গোলটি আসে মেসির অসাধারণ এক ছোঁয়া থেকে। লিগে গোলের তালিকায় যেমন শীর্ষে মেসি, তেমনি অ্যাসিস্টের তালিকায়ও এখন যৌথভাবে শীর্ষে তিনি (১৮টি)। এই ম্যাচের তিন পয়েন্টে ইস্টার্ন কনফারেন্সে অন্তত তৃতীয় স্থানে...