নদী মাতৃক বাংলাদেশে জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নদ-নদী। সংখ্যার দিক দিয়েও নেহাত কম নয়। এ বছর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও নদী রক্ষা কমিশনের খসড়া তালিকায় স্থান পেয়েছে ১ হাজার ২৯৪টি নদ-নদী। এছাড়া রয়েছে অগণিত ছোট বড় খাল, বিল আর জলাধার। পৃথিবীর অনেক দেশের মতো এদেশেও নদীকেন্দ্রিক বিস্তার লাভ করেছে জনপদ, শহর, নগর বা বন্দরের। এজন্যই বলা হয়ে থাকে ‘নদীর সাথে আমাদের গভীর মিতালী’। পৃথিবীর সব সমৃদ্ধ শহরের অবস্থানের সাথে নদীর গতিপথের একটা সম্পর্ক রয়েছে। নদী এবং এর বাস্তুতন্ত্র মিলে আবর্তিত হয় মানুষের জীবন-জীবিকার এক অসাধারণ মেলবন্ধন। যদিও সময়ের সাথে সাথে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণে নদীর গতিপথের পরিবর্তনের সাথে পরিবর্তন হয়েছে জলাভূমির। ভরাট হয়েছে নদী, দখল দূষণে জর্জরিত হয়েছে জলাভূমি ও তার আশপাশ। ফলস্বরুপ আমাদের আশেপাশের বেশিরভাগ খাল-বিলের পানি...