গাজা যুদ্ধের স্থায়ী অবসান ও শান্তি প্রতিষ্ঠায় মিশরে বৈঠকে বসছেন বিশ্বনেতারা। সোমবার (১৩ অক্টোবর) দেশটির পর্যটন শহর শারম আল-শেখে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। শনিবার (১২ অক্টোবর) মিশরের প্রেসিডেন্টের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠকে বিশ্বের ২০টিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন। বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকের লক্ষ্য হলো গাজা উপত্যকার যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা করা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির জর্জিয়া মেলোনি, স্পেনের পেদ্রো সানচেজ ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এরইমধ্যে এই সম্মেলনে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা হামাসের কোনো প্রতিনিধি বৈঠকে থাকবেন কিনা, তা স্পষ্ট...