বাংলাদেশ সময় গতকাল শনিবার সকালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু ওই ম্যাচে খেলেননি দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। না খেললেও পরিবারসহ গ্যালারিতে হাজির হয়ে জাতীয় দলের সতীর্থদের ম্যাচ উপভোগ করেন আর্জেন্টাইন কিংবদন্তি। মেসিকে ছাড়া অবশ্য ম্যাচটা জিততে ঘামই ঝরেছে আর্জেন্টিনার। জাতীয় দলের জার্সিতে মেসির গতকালের ম্যাচ না খেলার কারণ ছিল ২৪ ঘণ্টার মধ্যেই এমএলএসে ইন্টার মায়ামির ম্যাচ থাকা। প্লে-অফে ঘরের মাঠের সুবিধা পেতে ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল মায়ামির জন্য। যে জন্য নিজেকে বিশ্রামে রেখেছিলেন, সেটা আজ সকালে মাঠে নেমে বুঝিয়ে দিয়েছেন। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করেছেন মেসি। সঙ্গে ইয়র্দি আলবাকে দিয়ে গোল করিয়েছেন আরও একটি। মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টে ভর করে আটলান্টাকে ৪-০ ব্যবধানে হারিয়েছে মায়ামি।...