নামিবিয়া ক্রিকেটে একটি নতুন যুগের সূচনা করল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়ে তাদের হারালো আইসিসির সহযোগী দেশটি। দেশটির নতুন স্টেডিয়াম নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। সেখানে শেষ বলের নাটকীয়তায় প্রেটিয়াদের হারিয়ে ইতিহাস গড়েছে নামিবিয়া। গতকাল শনিবার (১১ অক্টোবর) একমাত্র টি-টোয়েন্টিতে শেষ-বল থ্রিলারে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছে নামিবিয়া। টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান করে নামিবিয়া। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা বেশিরভাগই পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে। তাদের মূল দলে বেশিরভাগ খেলোয়াড় সেখানে অবস্থান করছে। তাই বলে দলের এমন ভরাডুবিও আশা করেনি তারা। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি এদিন। বহুদিন পর টি-টোয়েন্টিতে মাঠে...