লিসবনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১–০ গোলে জয় পেয়েছে পর্তুগাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে রোমাঞ্চের সব উপাদানই ছিল—রোনালদোর পেনাল্টি মিস, আয়ারল্যান্ড গোলরক্ষকের বীরত্ব, আর শেষ মিনিটে রুবেন নেভেসের জয়সূচক গোল। রবার্তো মার্টিনেসের দল শুরু থেকেই আধিপত্য দেখায়। তারা একেরপর এক আক্রমণ চালিয়েই গেছে, তবে গোলের দেখা যেন কিছুতেই পাচ্ছিল না। ম্যাচের ১৭তম মিনিটে রোনালদোর শট পোস্টে লেগে ফিরে আসে। ৭৫তম মিনিটে তার নেওয়া পেনাল্টি দারুণভাবে ঠেকিয়ে দেন আয়ারল্যান্ডের গোলরক্ষক কাওইমিন কেলাহার। রোনালদো নিজের দেশের হয়ে সর্বোচ্চ গোলসংখ্যার রেকর্ড আরও বাড়ানোর সুযোগ খুঁজছিলেন। কিন্তু আয়ারল্যান্ডের গোলরক্ষক ছিলেন অনবদ্য। তিনিই ছিলেন ম্যাচের সেরা খেলোয়াড়। তিনি শুধু রোনালদোর পেনাল্টিই নয়, ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া ও বের্নার্দো সিলভার শটও ঠেকান। পর্তুগালের আক্রমণ একের পর এক ফিরে আসে, আর হতাশা বাড়তে থাকে। ওদিকে আয়ারল্যান্ডের আক্রমণ প্রায় ছিল...