ভেনেজুয়ালার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ গ্যালারীতে বসে একদিন আগে দেখেছিলেন লিওনেল মেসি। দলটির কোচ লিওনেল স্কলারি বলেছিলেন, তার সিদ্ধান্তেই বিশ্রামে কিং লিও। তবে আজ মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে বিশ্রাম পাননি মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের যুক্তরাষ্ট্র সফরের মধ্যেই আটলান্টার বিপক্ষে মিয়ামির হয়ে শুরু থেকেই খেলেছেন তিনি। দলের ৪-০ গোলের জয়ে জোড়া গোলের পাশাপাশি করেছেন একটি সহায়তাও।চেজ স্টেডিয়ামে আজ শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে চেষ্টা করে মিয়ামি। তবে গোল পেতে দলটিকে এদিন অপেক্ষা করতে হয়েছে ৩৯ মিনিট পর্যন্ত। ডান প্রান্তে বক্সের কাছাকাছি জায়গায় বল পেয়েছে দুই ডিফেন্ডারের ফাদ এগিয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন মেসি।বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে জর্দি আলবাকে গোলে সহায়তা করেন মেসি। অধিনায়কের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়েই গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ান আলবা। এর ফলে ক্যারিয়ারে...