অনলাইন দুনিয়ায় এখন ফলোয়ার মানেই জনপ্রিয়তা। ফেসবুকে সক্রিয় (Active) ফলোয়ার বাড়াতে চান? বিশেষজ্ঞদের মতে, মাত্রচারটি সহজ কৌশলমেনে চললেই আপনি স্বাভাবিকভাবে ফলোয়ার বাড়াতে পারবেন— কোনো বুস্ট বা ভুয়া একাউন্ট ছাড়াই। নতুন যারা ফেসবুকে ভিডিও বানাচ্ছেন বা কাজ শুরু করেছেন, তাদের পোস্টে কমেন্ট বা রিয়্যাক্ট করুন। এতে তারা আপনাকে রিপ্লাই দেবেন, ফলো করবেন— ফলে সম্পর্ক তৈরি হবে এবং ফলোয়ারও বাড়বে। ফলোয়ার বাড়াতে হলে প্রথমে ভিডিও মানুষের কাছে পৌঁছাতে হবে। ভিডিওর ৮০% ওয়াচ টাইম পেলে ফেসবুক সেটিকে বেশি রিচ দেয়। তাই ছোট, তথ্যবহুল ও আকর্ষণীয় ভিডিও বানানোই মূল কৌশল। সাম্প্রতিক ইস্যু বা ট্রেন্ডিং টপিক নিয়ে কনটেন্ট বানালে দ্রুত ভাইরাল হওয়ার সুযোগ থাকে। তবে অবশ্যই তথ্য হতে হবে সঠিক— বিভ্রান্তিকর কিছু দিলে বিপরীত ফল হতে পারে। ভিডিও ঝাপসা বা অস্পষ্ট হলে দর্শক...