ফিলিস্তিনপন্থী হাজারো জনতা গতকাল শনিবার সেন্ট্রাল লন্ডনে সমবেত হয়। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘প্যালেস্টাইন কোয়ালিশন’-এর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভটি বিকেলে ভিক্টোরিয়া এমব্যাঙ্কমেন্ট থেকে শুরু হয়ে হোয়াইট হল পর্যন্ত অগ্রসর হয়। সেখানে একটি সমাবেশের আয়োজন করা হয়, যেখানে বক্তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধবিরতিকে ‘ইতিবাচক হলেও অনিশ্চিত’ বলে মন্তব্য করেন। র্যালিতে অংশ নেওয়া হাজারো মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ওয়েস্টমিনস্টার ব্রিজ অতিক্রম করেন। পাশাপাশি অল্পসংখ্যক পাল্টা বিক্ষোভকারী ইসরায়েলি পতাকা ও ‘জিম্মিদের মুক্তির দাবি’ লেখা পোস্টার নিয়ে উপস্থিত ছিলেন। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জনশৃঙ্খলা আইন ভঙ্গসহ বিভিন্ন অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, একদল পাল্টা বিক্ষোভকারী অনুমোদিত এলাকা ভেঙে মূল মিছিলে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। তবে কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ...