পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে তীব্র গোলাগুলি হয়েছে। কাবুলে পরিচালিত পাকিস্তানের সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে তালেবানের তরফ থেকে এ হামলা চালানো হয়। নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তবর্তী পোস্টে আফগানিস্তান থেকে গুলি চালিয়ে উসকানি দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় তাদের বাহিনী পুরো শক্তি নিয়ে পাল্টা জবাব দেয়। সীমান্তবর্তী এলাকায় ছয়টির বেশি স্থানে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, কামান ও ভারী অস্ত্রের কারণে রাতের আকাশ আলোকিত হয়ে উঠেছে। উল্লেখ্য, দুদেশের মধ্যে সীমান্তবর্তী এলাকার দৈর্ঘ্য প্রায় দু হাজার ৬০০ কিলোমিটার। এদিকে, পাকিস্তানের তিনটি সীমান্ত পোস্ট দখলের দাবি করেছে তালেবান। অন্যদিকে, পাকিস্তানি কর্মকর্তারা কয়েকটি আফগান পোস্ট ধ্বংসের দাবি করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, সংঘর্ষ শেষ হয়েছে কিনা...