আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ দল। যা ওয়ানডেতেও কাজে লাগাতে চেয়েছিল তারা। তবে ৫০ ওভারের সিরিজের বল মাঠে গড়াতেই যেন মুহূর্তের মধ্যে সব এলেমেলো হয়ে গেল। প্রথম ম্যাচের পর শনিবার দ্বিতীয় ম্যাচেই টাইগারদের ডোবাল বাজে ব্যাটিং। যে কারনে ৮১ রানের হারের সঙ্গে সিরিজও হাতছাড়া হয়ে গেল মেহেদী হাসান মিরাজের দলের। যে ধারাবাহিকতার শুরু গত বছর আমিরাতে আফগানদের কাছে হেরেই। এ নিয়ে ওয়ানডে আফগানদের কাছে টানা তৃতীয় সিরিহ হারল বাংলাদেশ।সিরিজে সমতা ফেরাতে ১৯১ রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। তবে এর ধারে কাছেও যেতে পারেনি টাইগাররা। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৮.৩ ওভারে ১০৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। ৮১ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল আফগানিস্তান।৮১ রানে হারের ফলে সরাসরি আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের...