পেনাল্টি মিস করেও হ্যাটট্রিক করেছেন আর্লিং হল্যান্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সে ইসরাইলকে ৫-০ গোলে ধসিয়ে দিয়েছে নরওয়ে। আর তাতে তারা চলে গেছে বিশ্বকাপের আরও এক ধাপ কাছে। শনিবারের এই জয়ে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো তাদের। নরওয়ে শেষবার বড় টুর্নামেন্টে খেলেছিল ইউরো ২০০০-এ। এখন তারা গ্রুপ আই-এ শীর্ষে আছে, দ্বিতীয় স্থানে থাকা ইতালির চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে। যদিও ইতালির হাতে এখনো দুটি ম্যাচ বাকি। শনিবার রাতেই ইতালি এস্তোনিয়ার বিপক্ষে খেলবে। নরওয়ে যদি মঙ্গলবার এস্তোনিয়াকে হারায়, আর ইতালি তাদের পরের দুই ম্যাচে (এস্তোনিয়া বা ইসরাইল) একটিতেও না জেতে, তাহলে নরওয়ের বিশ্বকাপে জায়গা পাওয়া নিশ্চিত হয়ে যাবে। ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার হল্যান্ড ইউরোপীয় বাছাইপর্বে এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ গোল করেছেন। ম্যাচ শুরুর আগে অসলোতে উলেভাল স্টেডিয়ামের বাইরে...