ছবিটির প্রতিটি ফ্রেম যেন বলে, জনপ্রিয়তা শুধু পর্দার জন্য নয়, মানুষের সঙ্গে মিশে যাওয়াতেও তার সত্যিকারের সৌন্দর্য। এই অভিনেত্রী বিশ্বাস করেন, ‘একজন শিল্পীর সাফল্য তখনই পূর্ণ হয়, যখন তার কাজ বা উপস্থিতি অন্যের মুখে হাসি ফোটায়।’ছবিটি নিজের ফেসবুকে শেয়ার করে মাহি ক্যাপশনে লেখেন, ‘এই হাসিগুলোই পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি।’মাহি অভিনীত সবশেষ নাটকের নাম ‘মন খারাপের দিনে’। যেখানে তার বিপরীতে অভিনয় করেন আরশ খান। এ ছাড়া প্রকাশের অপেক্ষায় রয়েছে তার একাধিক নাটক। ব্যস্ততা আছে ওটিটি প্ল্যাটফর্মেও। ছবিটি নিজের ফেসবুকে শেয়ার করে মাহি ক্যাপশনে লেখেন, ‘এই হাসিগুলোই পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি।’মাহি অভিনীত সবশেষ নাটকের নাম ‘মন খারাপের দিনে’। যেখানে তার বিপরীতে...