দেশের ব্যান্ডসংগীতে অনন্য অবদান রাখা শহীদ মাহমুদ জঙ্গী ও বরেণ্য সুরকার পিলু খান—দুই সংগীত ব্যক্তিত্ব আবারও একত্র হয়েছেন নতুন একটি গানে। তাদের কথা ও সুরে এবার কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই। গানটির নাম ‘সেই এক সময় ছিল’। অ্যানিমেশন ভিডিও আকারে গানটি প্রকাশ করেছে আজব রেকর্ডস। ভিডিওটি নির্মাণ করেছেন মীর হিশাম, আর শব্দ সংযোজন করেছেন আমজাদ হোসেন বাপ্পী। গানটি নিয়ে পান্থ কানাই বলেন, ‘এটি আমার গাওয়া সাধারণ ধারার গান নয়, ভিন্ন মেজাজের। জঙ্গী ভাই ও পিলু ভাই— দুজনেই আমার প্রিয় সংগীতগুরু। তাদের সঙ্গে কাজ করা আমার জন্য বিশাল সম্মানের ও আনন্দের বিষয়।’অন্যদিকে পিলু খান বলেন,...