ভাবুন তো, কোনো গ্রামে গিয়ে যদি শুধু বসবাস করলেই আপনাকে ২৭ লাখ টাকারও বেশি দেওয়া হয়, তখন কেমন লাগবে! অবিশ্বাস্য শোনালেও এমনটাই ঘটছে ইউরোপের দেশ ইতালিতে। দেশটির মধ্যাঞ্চলীয় তুসকানি অঞ্চলের ছোট্ট শহর রাদিকনদোলি-তে বসবাসে মিলছে প্রায় ২৩ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৭ লাখ টাকারও বেশি। রাদিকনদোলি একসময় প্রায় তিন হাজার মানুষের বসতি ছিল, কিন্তু এখন সেখানে বাস করছে মাত্র ৯৬৬ জন। প্রায় ৪৫০টির মধ্যে ১০০টি বাড়ি ফাঁকা, তাই জনসংখ্যা বাড়াতে স্থানীয় প্রশাসন এমন উদ্যোগ নিয়েছে। ২০২৩ সালে চালু হওয়া এ কর্মসূচিতে বলা হয়, যে কেউ শহরের কোনো খালি বাড়ি কিনে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করলে ২৩ হাজার ডলার এবং পরিবহন ও অন্যান্য খরচে ৬ হাজার ইউরো পর্যন্ত সহায়তা পাবেন। এ বছর কর্মসূচিটি আরও সম্প্রসারিত করা হয়েছে। এখন শুধু...