১২ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৮:৫১ এএম যুদ্ধবিধ্বস্ত সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশেরে এক আশ্রয়কেন্দ্রে চালানো ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জনের বেশি মানুষ। আহত হয়েছেন আরও অনেকে, যাদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। নারী, শিশু ও প্রবীণদের দগ্ধদেহে ভরে গেছে আশ্রয়কেন্দ্রের প্রতিটি কোণ। আন্তর্জাতিক মহল যেখানে যুদ্ধবিরতি ও মানবিক সাহায্যের আহ্বান জানাচ্ছে, ঠিক সেই সময়েই এই হামলা সুদানের সংকটকে আরও গভীর করে তুলেছে। শনিবার উত্তর দারফুরের রাজধানী এল-ফাশেরে অবস্থিত দার আল-আরকাম আশ্রয়কেন্দ্রে এই ড্রোন হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের মতে, হামলাটি চালিয়েছে আধাসামরিক বিদ্রোহী বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এই বাহিনীটি দীর্ঘদিন ধরে সরকারি সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতা দখলের লড়াই চালিয়ে যাচ্ছে। সংঘাত শুরু হয়েছিল ২০২৩ সালের এপ্রিল মাসে, আর তখন থেকেই দেশটি এক ভয়াবহ মানবিক...