১২ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ এএম দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা আবারও ভয়াবহ আকার ধারণ করেছে। শনিবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে ভারী অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সীমান্ত এলাকার বাসিন্দারা আতঙ্কে রাত কাটিয়েছেন, আর আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে নতুন এক আঞ্চলিক সংঘাতের আশঙ্কায়। শনিবার (১১ অক্টোবর) রাতের দিকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। আফগানিস্তানের সীমান্তরক্ষীরা প্রথমে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালায়। এর পাল্টা জবাব দেয় পাকিস্তানের সেনাবাহিনীও। এই সংঘর্ষের পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে পাকিস্তানের বিমান হামলা, যা ঘটেছিল এর আগের দিন (শুক্রবার রাতে) আফগান রাজধানী কাবুলে। ইসলামাবাদ দাবি করে, তারা পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি)-র প্রধান নেতা নূর ওয়ালী...